আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৬ সেপ্টেম্বর শেরপুর ও ধুনট উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দের সাথে জেলা তাঁতীদলের আয়োজনে নির্বাচনী বিশেষ বর্ধিত সভা সফল করার লক্ষ্যে বগুড়ার শেরপুর এবং ধুনট উপজেলা ও পৌর তাঁতীদলের যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় ধুনট বাজারে তাঁতীদলের অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা তাঁতীদলের সভাপতি মামুন আব্বাসী।
ধুনট উপজেলা তাঁতীদলের সভাপতি আমিনুল ইসলাম পাঠানের সঞ্চালনায় প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল আলীম, পৌর তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম এবং গোপালনগর ইউনিয়ন তাঁতীদলের যুগ্ম সম্পাদক আবু তাহের আপেল।