বগুড়ার ধুনট উপজেলার আনারপুর টেকনিক্যাল এন্ড বিএম কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজ পরিবারের শিক্ষক–শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অংশ নেন।
কলেজের অধ্যক্ষ আব্দুস ছালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রভাষক জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, রঞ্জুবুল আলম, কম্পিউটার প্রদর্শক তানজিদুল আলম, কম্পিউটার ল্যাব অ্যাসিস্ট্যান্ট বিউটি রানী দে, ভকেশনাল শাখার সহকারী প্রধান শিক্ষক হাসিবুর রহমান এবং অভিভাবক প্রতিনিধি তারিফুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অফিস সহকারী জাকিরু ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর রবিউল ইসলাম, সেলিম রেজা, মিন্টু শেখ ও আসমা খাতুন।
অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী আবু রায়হান পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এবং বিউটি রানী দে গীতা পাঠ করেন।
উপস্থিত বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।