বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের আওলাকান্দি মৌজার ৪ ও ৫ নম্বর সীটের জমি জোরপূর্বক দখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গোসাইবাড়ী–শহরাবাড়ী সড়কে নুরুল ইসলামের সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় গ্রামবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন শাজাহান আলী, জোরদ্দিস খাঁ, বেলাল হোসেন, সাখাওত হোসেন, মুকুল, সুরুজ মিয়া, আবু কালাম আজাদ, চঞ্চল, তোতা মিয়া, রব্বানী, বকুলসহ স্থানীয় অনেকে ।

বক্তারা অভিযোগ করেন, আওলাকান্দি মৌজার প্রায় এক হাজার বিঘা জমি স্থানীয় ও কাজিপুর এলাকার কিছু ভূমিদস্যু জোরপূর্বক দখল করে নিচ্ছে। এ সময় তারা দেশীয় অস্ত্র প্রদর্শন করে এলাকাবাসীকে প্রাণনাশের হুমকিও দিচ্ছে।
বক্তারা প্রশাসনের কাছে ভূমিদস্যুদের হাত থেকে জমি রক্ষা এবং গ্রামবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।