সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, প্রকৃত শিক্ষা সেই, যা মানুষের ভেতরে আলো জ্বালায়। শিক্ষা মানুষকে প্রকৃত মানুষ হতে সাহায্য করে। শিক্ষা মানুষকে বিনয়ী করে। প্রকৃত শিক্ষা যে অর্জন করে সে অহংকার, দাম্ভিকতা পরিহার করে নম্র ও বিনয়ী হবে। সঠিক শিক্ষা প্রদানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অন্যতম।
তিনি আরও বলেন, সবার মধ্যে সুশিক্ষার ছোঁয়া পড়লে দেশ বেশি বেশি ভালো মানুষ পাবে। দেশে যত বেশি ভালো মানুষ হবে, তত দ্রুত আমরা সভ্য, সুন্দর, শৃঙ্খল, শান্তির বাংলাদেশ গড়ে তুলতে পারব।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বগুড়ার ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এছাড়াও তিনি ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, গোসাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও গোসাইবাড়ী করিম বক্স ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন। এসময় তিনি বিদ্যালয়গুলোতে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
পৃথক পৃথক এসব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার ওসি সাইদুল আলম, ধুনট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ হায়দার আলী হিন্দোল, ধুনট প্রেস ক্লাবের সভাপতি রফিকুল আলম, ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশীদ, ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, গোসাইবাড়ী আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান ও গোসাইবাড়ী করিম বক্স ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার।