বগুড়ার ধুনট উপজেলার শ্যামবাড়ী দারুল হুদা কওমী হাফিজিয়া মাদ্রাসায় আল ইহসান ব্লাড নেটওয়ার্কের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উৎসাহিতকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সংগঠনের সভাপতি মুফতি কাওসার আহমদের সভাপতিত্বে এবং প্রধান উপদেষ্টা মুফতি এনামুল হক আরেফীর উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান নির্বাহী ও আল খিদমাহ কওমী ওয়েলফার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুফতি আশেকে এলাহী শিবলী। এছাড়া সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, রক্তদান কর্মসূচি বিষয়ক সম্পাদক মো. খাদেমুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাফেজ মো. জুবায়ের আহমদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশ নেন।
দিনব্যাপী এ ক্যাম্পেইনে স্থানীয় কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। রক্তের ঘাটতি পূরণ এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।