সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি ব্যারিস্টার আনোয়ারুল ইসলাম শাহীন বলেছেন, বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না। অপরাধমুক্ত সভ্য সমাজ প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্রের ভিত মজবুত করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য গণমাধ্যমের স্বাধীনতা প্রয়োজন। বিচার বিভাগ ও গণমাধ্যম স্বাধীনতা পেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
তিনি গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে বলেন, সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে হবে। অর্থ, প্রভাব ও ক্ষমতার দাপটে যেন কেউ সত্যকে আড়াল করার সুযোগ না পায়, সে বিষয়ে আপনাদের সোচ্চার ভূমিকা রাখতে হবে।
মঙ্গলবার দুপুর ১২টায় ধুনট প্রেসক্লাব কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ বক্তব্য প্রদান করেন। ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সভায় সভাপতিত্ব করেন। ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মাসুদ রানা, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম মল্লিক, দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বী মানু, সদস্য বাবুল ইসলাম, রাসেল মাহমুদ, ইমদাদুল হক ইমরান ও সাংবাদিক আশিক আহমেদ।