বগুড়ার ধুনটে ঘরে ঢুকে বাকপ্রতিবন্ধী গৃহবধূকে (৩৫) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় আলম হাসান (৪৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আলম হাসান উপজেলার মথুরাপুর ইউনিয়নের রামবল্লভপুর খাদুলী গ্রামের নায়েব আলীর ছেলে।
সোমবার দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা শহর থেকে তাকে গ্রেফতার করে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার রামবল্লভপুর খাদুলী গ্রামের এক অটোভ্যান চালক প্রায় ৭ বছর আগে বাকপ্রতিবন্ধী নারীকে বিয়ে করেন। এক সন্তানের জননী ওই নারীকে বাড়িতে রেখে তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করেন। এ সুযোগে ব্যবসায়ী আলম হাসান ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে টাকার লোভ দেখিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু আলম হাসানের কু-প্রস্তাবে রাজি হননি প্রতিবন্ধী ওই নারী।
এ অবস্থায় গত ২২ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে ওই নারী স্বামীর বাড়িতে রান্নার কাজ করছিলেন। বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে আলম হাসান রান্নাঘরে ঢুকে তাকে ধর্ষণচেষ্টা করেন। তখন ওই নারী কৌশলে আলম হাসানের হাত থেকে ছুটে গিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নেন।
এ ঘটনায় ২৬ জুলাই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে আলম হাসানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “ঘটনার সত্যতার প্রমাণ পাওয়া গেছে। মামলার আসামি আলম হাসানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।”