০৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ধুনটে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসে থমকে উঠেছে ৫০ পরিবার — প্রশাসনের হস্তক্ষেপ দাবি

বগুড়ার ধুনট উপজেলায় ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের নির্যাতন, হামলা-মামলা ও হুমকি-ধামকিতে প্রায় ৫০ পরিবারের লোকজন চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছে। এই কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার গোসাইবাড়ি কলেজপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী উক্ত কর্মসূচিতে এলাকার শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজপাড়ার শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম, শামসুল আলম, ইজ্জত আলী, শাপলা খাতুন, নাছিমা বেগম, ফুলেরা খাতুন, আবেদা খাতুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নির্যাতন বৃদ্ধি পেয়েছে। গত ১১ সেপ্টেম্বর কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তারা হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। তারা প্রতি রাতেই বাড়ি বাড়ি এসে নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা চরম অনিরাপত্তায় আছি।

এ বিষয়ে থানায় অভিযোগ করেও বিচার পাওয়া যাচ্ছে না। এই কিশোর গ্যাংয়ের নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসে থমকে উঠেছে ৫০ পরিবার — প্রশাসনের হস্তক্ষেপ দাবি

১২:১৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনট উপজেলায় ভয়ঙ্কর কিশোর গ্যাংয়ের নির্যাতন, হামলা-মামলা ও হুমকি-ধামকিতে প্রায় ৫০ পরিবারের লোকজন চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছে। এই কিশোর গ্যাংয়ের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের সহায়তা চেয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলার গোসাইবাড়ি কলেজপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী উক্ত কর্মসূচিতে এলাকার শতাধিক নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজপাড়ার শহিদুল ইসলাম, আব্দুল লতিফ, রফিকুল ইসলাম, শামসুল আলম, ইজ্জত আলী, শাপলা খাতুন, নাছিমা বেগম, ফুলেরা খাতুন, আবেদা খাতুন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, কলেজপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে কিশোর গ্যাংয়ের নির্যাতন বৃদ্ধি পেয়েছে। গত ১১ সেপ্টেম্বর কলেজ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের সশস্ত্র হামলায় কমপক্ষে ৫ জন আহত হয়েছে। তারা হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, এ ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা দায়ের করেছে। তারা প্রতি রাতেই বাড়ি বাড়ি এসে নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে। তাদের ভয়ে আমরা চরম অনিরাপত্তায় আছি।

এ বিষয়ে থানায় অভিযোগ করেও বিচার পাওয়া যাচ্ছে না। এই কিশোর গ্যাংয়ের নির্যাতন থেকে রক্ষা পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।