বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ও গোসাইবাড়ি করিম বকস্ ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬৪ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে ডা. ওয়াছিম ওয়ালেদা মেধাবৃত্তির নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় অত্র বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথি ছিলেন ডা. ওয়াছিম ওয়ালেদা মেধাবৃত্তির প্রধান পৃষ্ঠপোষক ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন এবং জেলা শিক্ষা কর্মকর্তা রমজান আলী আকন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। এ সময় আরও বক্তব্য রাখেন বাংলা একাডেমির উৎপাদন কর্মকর্তা শাহ মো. মনিরুজ্জামান, এপেক্স ক্লাব অব বগুড়ার সভাপতি ও পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সিনিয়র পাবলিক রিলেশন কর্মকর্তা আলী হাসান সুফল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গোসাইবাড়ি আমির উদ্দিন আয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক সাজিয়া আফরিন। এছাড়া বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মাকসুদুল হক বাচ্চু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম এবং গোসাইবাড়ি করিম বকস্ ওয়াছিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সরকার।
এদিকে দুপুর ১২টায় একই বিদ্যালয় প্রাঙ্গণে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের উদ্যোগে এবং অধ্যাপক ডা. জাকির হোসেনের সার্বিক সহযোগিতায় একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।