আগামী ১৯শে আগস্ট বগুড়ার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বগুড়ার ধুনটে ইউনিয়ন ও ওয়ার্ডের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৫টায় ধুনট উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে মডেল মসজিদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক শাহ আল আমিন। ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব-উল-হক রনজুর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ফয়সাল রহমান শুভ, সুলতান মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আরিফ হাসান বিপু, সহ-ক্রিয়া সম্পাদক লিটু, সদস্য শাহিন শেখ, ওয়ালিদ হাসান দয়াল, শাকিল, ধুনট পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিক আহম্মেদ, সম্রাট, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল মাহমুদ, হাবিল উদ্দিন ও রবিউল ইসলাম রতন।