বগুড়ার ধুনট উপজলায় বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে বড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছোবাহানকে সভাপতি, বলারবাড়ি ও মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল হককে সাধারণ সম্পাদক ও পূর্ব হাঁসাপোটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিককে সাংগঠনিক সম্পাদক করা হয়।
রোবিবার বিকেল সাড়ে ৪টায় কমিটি গঠন উপলক্ষ্যে ধুনট পাবলিক লাইব্রেরী মিলনায়তনে প্রধান শিক্ষক আব্দুস ছোবাহানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সামছুল হক সরকারের সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, আয়নুল হক, রেজাউল করিম, আমিমুল ইহসান, শফিকুল ইসলাম শামীম, নাজনীন আরা বেগম, খালেদা খাতুন, সহকারি শিক্ষক সমাজ ধুনট উপজেলা শাখার সভাপতি রফিকুল ইসলাম হায়দার, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মানিক ও নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ । কাউন্সিল অধিবেশন শেষে সভায় সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।