বগুড়ার ধুনটে দৈনিক করতোয়া ৫০ বছরে পদার্পণ নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দৈনিক করতোয়ার ধুনট প্রতিনিধি ও ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল। ধুনট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেন, সহকারি কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল কাফী, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সমন্বিত গ্রাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শরিফুল ইসলাম খোকন, ধুনট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরন্নবী আকন্দ, ধুনট প্রেসক্লাবের সহসভাপতি মাসুদ রানা, সহসাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ জহুরুল মল্লিক, ক্রীড়া সম্পাদক ফজলে রাব্বী মানু, সদস্য বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, আবু সুফিয়ান, রাসেল মাহমুদ, সাংবাদিক আশিক আহম্মেদ, মিনহাজ মন্ডল শিশির, দলিল লেখক সংগঠনের নেতা বরকত উল্লাহ আপাল, স্বপ্নপূরন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মাইকেল ও ফয়সাল।