বগুড়ার ধুনট পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনসমূহের আয়োজনে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বিজয় মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৫টায় বিজয় মিছিলটি ধুনট হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল।
এছাড়াও বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মাহবুবুর রহমান ফিরোজ, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন এবং রাশেদুজ্জামান উজ্জ্বল।
সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।