বগুড়ার ধুনট উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় তুবা খাতুন (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রাম গ্রামে এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তুবাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তুবা খাতুন সরুগ্রাম গ্রামের শাহ আলমের মেয়ে।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, বাড়ির সামনের ধুনট-সোনাহাটা পাকা সড়ক পার হওয়ার সময় একটি চলন্ত ট্রাক তুবাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”