বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন কৃষক দলের আয়োজনে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড কৃষকদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোবিবার সন্ধ্যা ৬টায় চৌকিবাড়ি ইউনিয়নের দিঘলকান্দী তিনমাথা বাজার এলাকায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
চৌকিবাড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা কৃষকদলের সদস্য সচিব শাহাদত হোসেন।
চৌকিবাড়ি ইউনিয়ন কৃষক দলের সাধারণা সম্পাদক রায়হান খন্দকার ও সহসভাপতি সাইফুল ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নেতা আলহাজ্ব আকতার আলম সেলিম, শাহীন আকতার শাহীন, আবুল কালাম, দুদু মিয়া ও কৃষকদল নেতা মাহমুদুন্নবী মহাব্বত। এ সময় উপস্থিত ছিলেন কৃষকদল নেতা রাঙ্গা সরকার, ফোরহাদ হোসেন, শাহীন আলম, আলি হাসান সুফল, বাদশা মিয়া ও জাহিদুল ইসলাম প্রমুখ।