০৯:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ধুনটে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

বগুড়ার ধুনট সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন ও ফুল দিয়ে বরণ করা হয়েছে। ধুনট সরকারি কলেজের অনার্স বিভাগের আয়োজনে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১টায় কলেজের হলরুমে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেন।

প্রভাষক তারিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক জহুরুল ইসলাম, আসাদুজ্জামান শাহীন, মশিউর রহমান, জাকিয়া সুলতানা ও এলিজা সুলতানা। এছাড়াও বক্তব্য দেন ধুনট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, শিক্ষার্থী নাজমুল হোসেন ও জেরিন আক্তার।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কলেজে নিয়মিত উপস্থিত থাকতে হবে ও ক্লাসে মনোযোগী হতে হবে। বাসায় নিয়মিত পড়াশোনা করতে হবে, যাতে শিক্ষাজীবন শেষ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারো। এজন্য আমরা সব সময় তোমাদের পাশে থাকবো ও সার্বিক সহযোগিতা করবো।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন

১১:৩৮:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

বগুড়ার ধুনট সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধন ও ফুল দিয়ে বরণ করা হয়েছে। ধুনট সরকারি কলেজের অনার্স বিভাগের আয়োজনে এ ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১টায় কলেজের হলরুমে ওরিয়েন্টেশন ক্লাসের উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেন।

প্রভাষক তারিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, প্রভাষক জহুরুল ইসলাম, আসাদুজ্জামান শাহীন, মশিউর রহমান, জাকিয়া সুলতানা ও এলিজা সুলতানা। এছাড়াও বক্তব্য দেন ধুনট সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, শিক্ষার্থী নাজমুল হোসেন ও জেরিন আক্তার।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর একেএম ছোলায়মান হোসেন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “কলেজে নিয়মিত উপস্থিত থাকতে হবে ও ক্লাসে মনোযোগী হতে হবে। বাসায় নিয়মিত পড়াশোনা করতে হবে, যাতে শিক্ষাজীবন শেষ করে ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারো। এজন্য আমরা সব সময় তোমাদের পাশে থাকবো ও সার্বিক সহযোগিতা করবো।”