বগুড়ার ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে এবং সরকারি ধুনট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সহযোগিতায় ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষাকেন্দ্রের আশপাশে যানজট নিরসনে হেল্প ডেস্ক স্থাপন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় ধুনট সরকারি ডিগ্রি কলেজ গেটের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা ছাত্রদলের নেতা আলম হাসান, আল আমিন সরকার এবং সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া, সাধারণ সম্পাদক শাকিল হোসেন, সহ-সভাপতি শান্ত মিয়া ও শাকিল আহমেদ, যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন ও ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, প্রচার সম্পাদক সামাউল ইসলাম ও সদস্য মনির হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন রাতুল আহমেদ, বাধন রানা, হৃদয় আহমেদ, মহন শেখ, বাবু আহমেদ, মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে ছাত্রদল নেতারা জানান, পরীক্ষার্থীদের সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে সহায়তার অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী দিনেও শিক্ষার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।