বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ হাজার ৮ শত ২৫ জন কৃষক কৃষাণীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন বীজ ও কৃষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফলদ চারা গাছ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টায় ধুনট উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও চারা গাছ বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। অনুষ্ঠান সঞ্চালনা করেন ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা।

এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফরিদুল ইসলাম, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলার রহমান ও জুয়েল হোসেন।
উল্লেখ্য, ৩ হাজার ৬০ জন কৃষককে ধান ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে সার, ১ হাজার ২ শত কৃষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিম, জাম, বেল ও কাঁঠাল গাছের চারা, ১ শত ৬০ জনকে নারিকেল চারা, ৩০ জনকে আমের চারা, ৪০ জনকে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, ১ শত ৫০ জনকে মরিচ বীজ, ২০ জনকে শীতকালীন পেঁয়াজ বীজ, ১ শত ৬০ জনকে গ্রীষ্মকালীন সবজি বীজ ও ৫ জনকে এয়ার ফ্লো মেশিন প্রদান করা হয়।