বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন বলেছেন, ইতিহাস থেকে কারও অবদান জোর করে মুছে ফেলা যায় না। জনগণের মনিকোঠায় যার স্থান, তিনি জনগণের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। তাঁর আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।
শুক্রবার সন্ধ্যায় বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা বাজারে নিমগাছী ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিমগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি ফজল-এ-খুদা তুহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহসীন আলী ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, সহ-সভাপতি আনিছুর রহমান, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, বিএনপি নেতা বনিজার রহমান বাটুল, আইয়ুব আলী, মহিলা দল নেত্রী শারমিন সুলতানা তৃপ্তী, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, মোস্তাফিজুর রহমান, সাইদুজ্জামান নোমান, স্বেচ্ছাসেবক দল নেতা এস. এম. রানা, রুহুল আমীন, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব ও আল আমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল কাদের, মোজাহিদুল ইসলাম, তরিকুল ইসলাম, শাকিল আহম্মেদ, শাহাদত হোসেন, রবিউল আলম, মাহাব্বু হাবিব, আব্দুর রশিদ, নাজমুল, মুরাদুজ্জামান, ওয়াজেদুর রহমান বিটল, আব্দুল ওয়াদুদ, ফোরহাদ হোসেন, মিস্টার আলী, আব্দুল মালেক, কামরুল ইসলাম কাজল, ফজলুল হক, রেজাউল, শফিকুল ইসলাম, আমিনুল ইসলাম টিটু, আব্দুল মোমিন, খালেক, ফারুক, বাবু, দোলা, মহিলা দল নেত্রী জমিলা বেগম, রেনুকা পারভীন, ফেরদৌসি খাতুন, যুবদল নেতা রফিকুল ইসলাম, তরিকুল ইসলাম, দুলাল, রেজাউল, রিপন, মিনার, রাজু, শামীম, ছাত্রদল নেতা রকিবুল হাসান রকি, শাহাদত হোসেন, জিয়া, আসাদুল, বিপ্লব, মেহেদী হাসান, আজিজুল, কৃষকদল নেতা শফি, মুক্তার, শ্রমিকদল নেতা হেলাল মিয়া প্রমুখ।