বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ক্ষুদ্রপীরহাটি গ্রামে বেসরকারি এক চাকরিজীবীর বসতবাড়ির জমি কেটে অবৈধভাবে কাঁচা রাস্তা প্রশস্ত করার অভিযোগ উঠেছে। বুধবার ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক ধুনট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ক্ষুদ্রপীরহাটি গ্রামের মনছের আলীর ছেলে সেজাব উদ্দিনের বসতবাড়ির পাশ দিয়ে একটি সরকারি কাঁচা রাস্তা রয়েছে। সেজাব উদ্দিন চাকরির সুবাদে শেরপুর শহরে অবস্থান করেন। তিনি বাড়িতে না থাকার সুযোগে ২৮ এপ্রিল একই গ্রামের শাহীন আলম, রমজান আলী ও তাদের লোকজন অবৈধভাবে তার বসতবাড়ির জমি কেটে সরকারি কাঁচা রাস্তা প্রশস্ত করেছেন। এতে ওই বাড়ির ক্ষতি হয়েছে।
এ ঘটনায় সেজাব উদ্দিন বাদী হয়ে শাহীন আলম ও রমজান আলীর নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৭ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এ বিষয়ে শাহীন আলম বলেন, সেজাব উদ্দিন দীর্ঘদিন ধরে সরকারি রাস্তা দখল করে বাড়ি করেছেন। ওই রাস্তা দিয়ে যাতায়াতে সমস্যা হওয়ায় গ্রামবাসী মিলে রাস্তাটি সংস্কার ও প্রশস্ত করেছেন। তবে এ কাজের জন্য সরকারি কোনো অনুমতি নেওয়া হয়নি।
এ বিষয়ে ধুনট থানার এসআই শামীম হোসেন বলেন, সেজাব উদ্দিনের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।