বগুড়ার ধুনটে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন, নারী উন্নয়নে বিএনপি’র উদ্যোগ, সারাদেশে অন্তত ২০ হাজার কিলোমিটার নদী-খাল-বিল খনন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, ইমাম-মুয়াজ্জিমগণের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিতকরণসহ দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় বিশ্বহরিগাছা বাজারে চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, উপজেলা বিএনপির সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান তালুকদার মিলটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন বিএনপি নেতা আকতার আলম সেলিম, এনামুল হক শাহীন, শাহীন আকতার, মকবুল হোসেন, বেলাল হোসেন, বাবলু মিয়া ও ফিরোজ আহম্মেদ।
বাবুল ইসলাম 










