বগুড়ার ধুনট উপজেলা প্রধান শিক্ষক সমিতি ও প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উদ্যোগে শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসারদের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টায় ধুনট সদর প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইয়্যেদা জাহান বানু।
ধুনট উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুস সোবাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া, প্রাক্তন শিক্ষা অফিসার ওবায়দুর রহমান এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।

প্রধান শিক্ষক নাজনীন আরা ও সোহেল রানার সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুস সবুর, বিদায়ী সহকারী শিক্ষা অফিসার মাকছুদার রহমান ও আশরাফুল আলম, ইউআরসি ইন্সট্রাক্টর আতোয়ার রহমান, উপজেলা প্রধান শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক সামছুল হক, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি রফিকুল ইসলাম হায়দার, সাধারণ সম্পাদক আসাদুল হক ও সিনিয়র সহসভাপতি ফৌজিয়া হক বীথি।
অনুষ্ঠান শেষে ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার সাংবাদিক রফিকুল আলমকে “শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি” নির্বাচিত হওয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি বিদায়ী ও নবাগত শিক্ষা অফিসারদেরও ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
																			
																		
																স্টাফ রিপোর্টার								 














