বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের ০৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যার তারেক রহমান কর্তৃক রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগনের মাঝে প্রচারের লক্ষ্যে গনসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল ৫টায় গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠক ও গনসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীল আলম।
০৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন টগরের সভাপতিত্বে ও যুবদল নেতা সাইদুজ্জামান নোমান ও ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক দোলনের সঞ্চালনায় উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা মইনুল হাসান মুকুল, আমিনুল ইসলাম, বুলবুল আহম্মেদ, মোশারফ হোসেন, ফজলুল হক, শহিদুল ইসলাম টিটু, হারুনুর রশিদ হারুন, জিল্লুর রহমান, ফজলে-এ-খুদা তুহিন, ওসমান গণি, নজরুল ইসলাম, জহুরুল ইসলাম, আবুল কালাম আজাদ, মহসীন আলী, রেজাউল ইসলাম, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, সেলিম রেজা, মোস্তাফিজুর রহমান ফিজার, আবু হাসেম, গোলাম রব্বানী, লাল মিয়া, মহিলা দল নেত্রী শারমিন সুলতানা দিপ্তী, যুবদল নেতা আবু তালহা শামীম খান, মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, রওশন কবির সাজু, রফিকুল ইসলাম, বিপুল হাসান, মৎস্যজীবী দল নেতা আব্দুস সবুর রনজু, নুর আলম, আব্দুল মান্নান, শ্রমিকদল নেতা দুলাল শেখ, রুহুল আমীন, আব্দুল মজিদ, কৃষক দলনেতা ফোরহাদ রেজা ভান্ডারি, জাহিদুল ইসলাম, ছাত্রদল নেতা এসএম জাহিক হোসেন, জিন্নাহুর রহমান রাকিব, আশিকুল কবির স্বরণ, আল মামুন, আল আমিন।
বাবুল ইসলাম 


















