বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, হিংসাত্মক নয়, ভালোবাসা দিয়েই প্রমাণ করব— বিএনপি একটি আদর্শিক রাজনৈতিক দল। দলের মধ্যে কোনো বিভেদ বা অনৈক্য নেই। আর সেটা প্রমাণ করতে তৃণমূলের নেতাকর্মীদের এক হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। তারা সমাজের কাছে ঘৃণিত হয়েছে। আমাদের আগামীর কর্মকা-ে যেন আমরা আওয়ামী লীগের মতো ঘৃণিত না হই। রাজনীতিতে শূন্যস্থান থাকে না। আওয়ামী লীগের শূন্যস্থান কোনো অদৃশ্য শক্তি কর্তৃক পূরণের চেষ্টা চলছে। তাই জনগণের প্রত্যাশার সঙ্গে মিল রেখে আমাদের কাজ করতে হবে। কারণ এ দেশের জনগণ বিশ্বাস করে— তাদের প্রত্যাশা পূরণের জন্য বিএনপিই উপযুক্ত দল।
আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির আয়োজনে বগুড়ার ধুনট উপজেলায় তৃণমূল মানুষের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত পর্যন্ত গোপালনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি এসব মতবিনিময় সভা করেন।
উক্ত সভায় আরও বক্তব্য রাখেন— জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, বিএনপি নেতা রফিকুল ইসলাম, মাহবুবুর রহমান ফিরোজ, আকতার আলম সেলিম, এনামুল হক শাহীন, মোখফিজুর রহমান বাচ্চু, অ্যাডভোকেট রেজানুর রহমান ঠান্ডু, আনোয়ারুল ইসলাম, জয়নাল আবেদীন, হাসান শহীদ বাদশা, শামসুল হক, আব্দুল কাইয়ুম টগর, আবুল কালাম আজাদ দুলাল, আলেক উদ্দিন, শফিকুল ইসলাম, আতাউর রহমান পলাশ, নাজমুল হক, সাদ্দাম হোসেন, জেল হোসেন ঠান্ডু, শাহ আলম বাবু, আমজাদ হোসেন, জিয়া পরিষদ নেতা হায়দার আলী হিন্দোল, নূরে আলম জুয়েল, নুরুন্নবী রুবেল, যুবদল নেতা রাশেদুজ্জামান উজ্জ্বল, আবু মুছা, মনিবুর রহমান, মাহমুদুল হাসান সুমন, জাহিদুল ইসলাম মধু, মাসুদ রানা, আব্দুল মোমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রনজু, রাজু আহম্মেদ, রাসেল মাহমুদ, ছাত্রদল নেতা আলম হাসান, রবিউল ইসলাম রতন, অপূর্ব ও মিলন মিয়া।