বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন শাখা মৎস্যজীবী দলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাইদুজ্জামান দুলালকে সভাপতি এবং রাইছুল ইসলাম আলমকে সাধারণ সম্পাদক করে তিন বছর মেয়াদি এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার দুপুর ১টায় ধুনট উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সবুর রনজু ও সাধারণ সম্পাদক নূর আলম সরদার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
নতুন কমিটিতে ছাইফুল ইসলামকে সিনিয়র সহসভাপতি, মোজাম্মেল হক ও মোখলেছার রহমানকে সহসভাপতি, আব্দুল রউফ, বিপ্লব সরকার ও রেজাউল করিমকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আনোয়ার হোসেন রুবেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।