“শিক্ষা নিয়ে লড়বো, সোনার দেশ গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, ধুনট উপজেলা শাখার আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। তিন দফা দাবি হলো—শিক্ষকদের বাড়িভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা প্রদান এবং কর্মচারীদের উৎসব ভাতা নিশ্চিতকরণ।
মঙ্গলবার সকাল ১১টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল। ধুনট উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি সাজ্জাদুর রহমান ও আতাউর রহমান, ধুনট উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, শিক্ষক মিজানুর রহমান, স্বপন কুমার সরকার, ছানাউল্লাহ, আব্দুস সালাম, আসমত আলী, আবু তাহের, আল-আমিন, আতিকুর রহমান, মাহমুদুর রহমান, হাসিনুর রহমান, জাহিদুল ইসলাম, আব্দুল হাদি এবং কর্মচারী ফিরোজ রহমান ও শাহাদৎ হোসেন।