বগুড়ার ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক ৩ হাজার ২ শত ৩০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় ধুনট উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ছামিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান। ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ এবং ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিখিল চন্দ্র বর্মন ও উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আরিফুর রহমান।
উল্লেখ্য, ২ হাজার ৭ শত ৬০ জন কৃষককে ১ কেজি করে সরিষা বীজ ও ২০ কেজি করে সার, ২ শত ৪০ জনকে ২০ কেজি গম ও ২০ কেজি সার, ৮০ জনকে ১০ কেজি চিনাবাদাম ও ১৫ কেজি সার, ৩০ জনকে ১ কেজি শীতকালীন পেঁয়াজ ও ২০ কেজি সার, ৮০ জনকে ৫ কেজি মসুর ও ১৫ কেজি সার, ২০ জনকে ৮ কেজি খেসারি ও ১৫ কেজি সার এবং ২০ জনকে ২ কেজি অড়হর ও ১০ কেজি সার প্রদান করা হয়।