“শিক্ষা, ঐক্য, প্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার ধুনট উপজেলা ছাত্রদলের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল ৫টায় ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ চত্বরে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. আর. হাসান পলাশ।
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন সহ-সভাপতি মামদুদুর রহমান সাজ্জাদ, আসাদুল ইসলাম আসাদ, যুগ্ম সম্পাদক আবু আশা সিদ্দিক রাকিব, এস. এম. জাকির হাসান, আসিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সামস ইসলাম সাগর, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুর ওহাব, সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, সরকারি শাহ সুলতান কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরা, ধুনট উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আলম হাসান, জিন্নাহুর রহমান রাকিব, মিশুক বাবু সম্রাট, আশিকুল কবির স্বরণ, বদিউজ্জামান তমাল, সাধারণ সম্পাদক প্রার্থী জিয়াউর রহমান জিয়া, রবিউল ইসলাম রতন, একে মিনু, আল মাসুদ, আতিকুর রহমান আতিক এবং ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মিলন মিয়া।