বগুড়ার ধুনটে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মাসুদ মন্ডল (২৮) নামে এক গরু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে মাদক দ্রব্য বিক্রয়ের টাকা সহ ১১০ গ্রাম গাঁজা ও ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
রোববার দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাসুদ মন্ডল উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। এর আগে শনিবার সন্ধ্যার পর গোসাইবাড়ি বাজার এলাকায় ফাঁকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, মাসুদ মন্ডল একজন গরু ব্যবসায়ী। সে গরু ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য বিক্রি করে। সম্প্রতি গরু ব্যবসা ছেড়ে মাদক ব্যবসায় ঝুঁকে পড়ে। সে এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য সরবরাহ করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক পৌঁছে দেয়। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে রাস্তায় দাঁড়িয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে পুলিশ তাকে গ্রেফতার করে।
ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ মন্ডল এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে মাদক দ্রব্য সহ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।