“হাত ধোয়ায় নায়ক হোন” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বগুড়ার ধুনটে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্যাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় ধুনট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার প্রীতিলতা বর্মন।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী,ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা আরিফ আহম্মেদ, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আবুরুশত মতিন ও ধুনট সরকারি নঈম উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আশরাফ আলী প্রমুখ।