০৬:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

ধুনটে বাগানের গাছ কেটে জমি বেদখলের চেষ্টা

বগুড়ার ধুনটে পূর্ব বিরোধের জের ধরে কৃষকের বাগানের ফলদ ও বনজ গাছ কেটে জমি বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার ক্ষতিগ্রস্থ কৃষক সোহরাফ হোসেন বাদি হয়ে বাবা ও ছেলে সহ একই গ্রামের ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। কৃষক সোহরাফ হোসেন উপজেলার নলডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে।  

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক সোহরাফ হোসেন বাড়ির পাশে ৯ শতক জমিতে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছ রোপন করেছে। গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে। এ অবস্থায় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের গোলাই হোসেনের ছেলে আয়নাল হক ও তার লোকজন শুক্রবার দুপুর ১টায় সোহরাফ হোসেনের বাগানে প্রবেশ করে। এ সময় তারা বাগানের বিভিন্ন জাতের ৪৫টি গাছ কেটে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি করে ওই জমি দখলের চেষ্টা করে। তখন সোহরাফ হোসেন ও তার পরিবারের লোকজন তাদের বাধা দিলে তারা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় সোহরাফ হোসেন বাদি হয়ে আয়নাল হক ও তার ছেলে সবুজ মিয়া সহ ৯জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্ত আয়নাল হক ও তার লোকজনের সাথে যোগাযোগ করে এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।    

ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এরআগেও প্রতিপক্ষের লোকজন একাধিক বার এই জমি দখলের চেষ্টা করেছে। এ ঘটনায় আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। এবারও তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

ধুনটে বাগানের গাছ কেটে জমি বেদখলের চেষ্টা

১০:৪৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

বগুড়ার ধুনটে পূর্ব বিরোধের জের ধরে কৃষকের বাগানের ফলদ ও বনজ গাছ কেটে জমি বেদখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

এ ঘটনায় শনিবার ক্ষতিগ্রস্থ কৃষক সোহরাফ হোসেন বাদি হয়ে বাবা ও ছেলে সহ একই গ্রামের ৯ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। কৃষক সোহরাফ হোসেন উপজেলার নলডাঙ্গা গ্রামের আবুল কাশেমের ছেলে।  

অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক সোহরাফ হোসেন বাড়ির পাশে ৯ শতক জমিতে বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছ রোপন করেছে। গাছগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে। এ অবস্থায় পূর্ব বিরোধের জের ধরে একই গ্রামের গোলাই হোসেনের ছেলে আয়নাল হক ও তার লোকজন শুক্রবার দুপুর ১টায় সোহরাফ হোসেনের বাগানে প্রবেশ করে। এ সময় তারা বাগানের বিভিন্ন জাতের ৪৫টি গাছ কেটে প্রায় ৭০ হাজার টাকার ক্ষতি করে ওই জমি দখলের চেষ্টা করে। তখন সোহরাফ হোসেন ও তার পরিবারের লোকজন তাদের বাধা দিলে তারা নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় সোহরাফ হোসেন বাদি হয়ে আয়নাল হক ও তার ছেলে সবুজ মিয়া সহ ৯জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযুক্ত আয়নাল হক ও তার লোকজনের সাথে যোগাযোগ করে এ বিষয়ে তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।    

ধুনট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এরআগেও প্রতিপক্ষের লোকজন একাধিক বার এই জমি দখলের চেষ্টা করেছে। এ ঘটনায় আদালতে একটি প্রতিবেদন দাখিল করা হয়েছে। এবারও তদন্ত করে আদালতে প্রতিবেদন পাঠানো হবে।