বগুড়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ধুনট উপজেলা ফুটবল দল। মঙ্গলবার (৭ অক্টোবর) শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে টাইব্রেকারে (৫–৪) বগুড়া সদর উপজেলা দলকে হারিয়ে ধুনট জয় ছিনিয়ে নেয়।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য থাকে। আক্রমণ–পাল্টা আক্রমণে ভরপুর খেলাটি শেষ পর্যন্ত টাইব্রেকারে গড়ায়, যেখানে ভাগ্য হাসে ধুনটের পক্ষে। ফাইনালে উভয় দলের হয় একাধিক বিদেশি খেলোয়াড় মাঠে নামেন।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা।

বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ, নওগাঁ জেলা প্রশাসক আব্দুল আওয়াল, সিরাজগঞ্জ জেলা প্রশাসক নজরুল ইসলাম, নাটোর জেলা প্রশাসক আসমা শাহিন ও জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল করিম, বগুড়া জেলা বিএনপি সভাপতি রেজাউল করিম বাদশা, সদস্য সচিব আলমগীর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, খালেদ মাহমুদ রুবেল, মাহফুজুল হক, মমিনুর রশিদ শাইনসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শহিদ পরিবারের সদস্যরাও বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন।

চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক রকি ফাইনালের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য ফাইনাল) ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় (ম্যান অব দ্য টুর্নামেন্ট) নির্বাচিত হন। পাশাপাশি তিনিই পেয়েছেন ‘সেরা গোলরক্ষক’ পুরস্কার।
ফাইনাল ম্যাচ ঘিরে সকাল থেকেই দর্শকদের ঢল নামে স্টেডিয়াম ও আশপাশের এলাকায়। কেউ গাছে, কেউ বিল্ডিংয়ের ছাদে উঠে খেলা উপভোগ করেন।