বগুড়ার ধুনট উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করায় কৃষি উদ্যোক্তা আবু শাহীন আলমের বাগানের পেঁপে ও পেয়ারা গাছ কেটে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
এ ঘটনায় সোমবার দুপুর ২টায় ক্ষতিগ্রস্ত কৃষি উদ্যোক্তা আবু শাহীন আলম বাদী হয়ে একই এলাকার বাবা ও ছেলে সহ তিনজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের আমিনুল ইসলাম, তার ছেলে নাহিদ ও ভাই নজরুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ক্ষুদ্রপীরহাটি গ্রামের আলেপ আলীর ছেলে আবু শাহীন আলম একজন সফল কৃষি উদ্যোক্তা। অন্যান্য বছরের মতো এ বছরও বাড়ির অদূরে প্রায় পাঁচ বিঘা জমিতে পেঁপে ও পেয়ারা গাছ রোপণ করেছেন তিনি। বাগানের গাছগুলোতে ফল ধরতে শুরু করেছে। ইতোমধ্যে বাগানের বেশ কিছু গাছ থেকে পেঁপে ও পেয়ারা তুলে বিক্রি করছেন। বিষ্ণপুর চারমাথা বাজার এলাকায় ওই ফলজ বাগানের অবস্থান।

ওই বাজারের চিহ্নিত সন্ত্রাসী নাহিদ (২২)। রোববার সকাল ১০টার দিকে চারমাথা বাজার এলাকায় এক ব্যক্তিকে মারধর করছিল নাহিদ। এ সময় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করেন কৃষি উদ্যোক্তা আবু শাহীন আলম। এ ঘটনার জের ধরে রোববার দিবাগত রাত ১টার দিকে নাহিদ ও তার বাবা-চাচা মিলে ওই ফলজ বাগানের ৫০টি গাছ কেটে ব্যাপক ক্ষতি সাধন করে। এ সময় তারা বাগানের পাহারাদারকে হত্যার হুমকিও দেয়।
এ বিষয়ে নাহিদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। তবে নাহিদের বাবা আমিনুল ইসলাম বলেন, “শাহীন আলমের সঙ্গে আমাদের বিরোধ রয়েছে। ওই বিরোধের কারণেই আমাদের ফাঁসানোর জন্য থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।”
ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, “বাগানের ফলজ গাছ কেটে ক্ষতি করার অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”