বগুড়ার ধুনট প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়ার শ্রেষ্ঠ উপজেলা রফিকুল আলমকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (০১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টায় স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনা দেওয়া হয়। এলাকার সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে করতোয়ায় প্রতিবেদন প্রকাশ করে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
ধুনট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান উপদেষ্টা সংবর্ধিত সাংবাদিক রফিকুল আলম, ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সহসভাপতি বরকত উল্লাহ আপাল, সদস্য শাহীন আলম, হাফিজুর রহমান, প্রভাষক আব্দুল মালেক, কাওসার আহমেদ সুইট, শরফুদ্দীন আহমেদ মাইকেল, শরিফুল ইসলাম ও সাংবাদিক আশিক আহমেদ।
উল্লেখ্য, দৈনিক করতোয়ায় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন ও অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অনন্য ভূমিকা রাখায় পত্রিকা কর্তৃপক্ষ তাকে এ পুরস্কারে ভূষিত করেছে। পত্রিকার ৫০ বছরে পর্দাপন উপলক্ষে ২১ সেপ্টেম্বর সাংবাদিকদের মিলন মেলায় তাকে আনুষ্ঠানিক ভাবে শ্রেষ্ঠ উপজেলা প্রতিনিধির সম্মাননা স্মারক প্রদান করা হয়।