বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে এসব অনুদান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের হাতে তুলে দেন প্রধান অতিথি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদল নেতা মোহাম্মদ আলী জন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপি সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখে। এ দেশ সকল সম্প্রদায়ের মানুষের, তাই পূজা-পার্বণ নির্বিঘ্নে উদযাপনে বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তারা আরও উল্লেখ করেন, তারেক রহমান সব ধর্মীয় উৎসবে অনুদান প্রদানের মাধ্যমে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে কাজ করে যাচ্ছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা রেজাউল করিম দুলাল, যুবদল নেতা সাইদুজ্জামান নোমান, বিপুল হাসান, রফিকুল ইসলাম, তারিকুল ইসলাম, লতিফ, ফিরোজ, ডন, দেল্লা, সুমন, শিপন, ছাত্রদল নেতা আসাদুজ্জামান, জিন্নাহুর রহমান রাকিব, জাকারিয়া, মিশন, পূজা উদযাপন কমিটির নেতা অখিল, বিপ্লব, অরূপ ও মিঠু কুমারসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুদান প্রদান শেষে অতিথিরা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।