বগুড়ার ধুনটে পাঁচথুপি-নসরতপুর জাহের আলী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর জাহিদুল ইসলামের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার দুপুরে জাহিদুল ইসলামের একাধিক আপত্তিকর ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে মুহূর্তেই ভাইরাল হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
স্থানীয় সূত্র জানায়, ধুনট উপজেলার ভুবনগাতী জাঙ্গালপাড়ার বাসিন্দা জাহিদুল ইসলাম প্রায় চার বছর ধরে উক্ত বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর হিসেবে কর্মরত। তার একটি টিকটক আইডি রয়েছে— “জাহিদুল ডটকম চৌধুরী-১৪৭৭” নামে। সেখান থেকে অসংখ্য আপত্তিকর ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, হাফপ্যান্ট পরে খালি গায়ে সিগারেট টানতে টানতে আপত্তিকর অঙ্গভঙ্গি করছেন তিনি। এসব ভিডিওর পেছনে যুক্ত করা হয়েছে অশালীন কথাবার্তা।
স্থানীয়রা বলেন, শিক্ষক হিসেবে মর্যাদা বহন করলেও এমন কর্মকাণ্ড কোনোভাবেই শোভন নয়। একজন শিক্ষক যদি এ ধরনের জঘন্য কাজে জড়িত হন, তাহলে শিক্ষার্থীরা তার কাছ থেকে কী শিখবে? তাই এ পেশা থেকে তাকে দ্রুত অপসারণের দাবি জানান তারা।
এ বিষয়ে জাহিদুল ইসলাম দাবি করেন,
“ছাত্রজীবনে টিকটকে এসব ভিডিও বানিয়ে পোস্ট করেছিলাম। পরে আমার আইডি নষ্ট হয়ে যায়। সম্প্রতি শত্রুপক্ষের লোকজন আইডিটি সচল করে সেখান থেকে ভিডিও ছড়িয়ে দিয়েছে। বিষয়টি জানার পর আমি ভিডিওগুলো মুছে দিয়েছি।”বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলীম বলেন,
“ভিডিও দেখার পর জাহিদুল ইসলামকে বিদ্যালয়ে আসতে নিষেধ করেছি। বর্তমানে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি না থাকায় তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারছি না। তবে কমিটি গঠনের পর বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”