বগুড়ার ধুনটে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ ও অসহায় সনাতন ধর্মাবলম্বী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিজ ধুনট শাখা কার্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
খাদ্যসামগ্রী বিতরণের পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিজ ধুনট শাখার ব্যবস্থাপক সোহেল রানা’র সভাপতিত্বে ও ব্যবস্থাপক (শিক্ষা ও সামাজিক সুরক্ষা) আনোয়ার জাহিদ এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, বিজ-এর সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার টিম-১ মতিউর রহমান, ধুনট পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ বিকাশ চন্দ্র সাহা, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম,নওশিনসহ অনেকে।
অনুষ্ঠানে ১৮০টি পরিবারের মাঝে চাল, ডাল, লাচ্ছা, সেমাই, চিনি, তেল, মুড়ি, গুড়সহ মোট ১০ প্রকারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।