বগুড়ায় জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে ধুনট উপজেলা দল।
রবিবার (২৮ সেপ্টেম্বর) শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ধুনট উপজেলা টাইব্রেকারে ৩-০ গোলে শিবগঞ্জ উপজেলাকে পরাজিত করে ফাইনালে ওঠে।
নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হলে ম্যাচ গড়ায় সরাসরি টাইব্রেকারে। এসময় ধুনটের গোলরক্ষক রকি দুর্দান্ত পারফরম্যান্স দেখান। তিনি শিবগঞ্জের দুটি শট রুখে দেন, আরেকটি শট গোলপোস্টে লাগে। ফলে প্রতিপক্ষের সবগুলো শট ব্যর্থ হয়। অপরদিকে ধুনটের খেলোয়াড়রা তিনটি শটের সবগুলোতেই গোল করে জয় নিশ্চিত করে।

চমৎকার নৈপুণ্যের জন্য ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন ধুনটের গোলকিপার রকি। জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন তার হাতে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ পুরস্কার তুলে দেন।
খেলাটি পরিচালনা করেন রেফারি মমিন জুয়েল। সহকারী রেফারি ছিলেন জুবায়ের, আবু রায়হান ও বাবু।
আগামী ৭ অক্টোবর ফাইনাল খেলায় বগুড়া সদর উপজেলা ও ধুনট উপজেলা মুখোমুখি হবে।