বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ প্রায় শতাধিক পরিবারের মাঝে খাদ্য ও গাছ বিতরণ করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা হাসান আহমেদ দোয়েলের ব্যক্তিগত উদ্যোগে এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার জিএমসি ডিগ্রি কলেজ, মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়, আমিনা ময়েন সিনিয়র মাদরাসা, মথুরাপুর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠ, মধুপুর কবরস্থান প্রাঙ্গণ, পীরহাটি উচ্চ বিদ্যালয়, খাদুলী উচ্চ বিদ্যালয় ও রাস্তার বিভিন্ন ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করা হয়।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মথুরাপুর ইউনিয়ন বিএনপি নেতা জেল হোসেন ঠান্ডু, জিএমসি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক লুৎফর রহমান, এমপিএসটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফসার আলী, পীরহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কোহিনুর আজাদ, মথুরাপুর ইউনিয়ন যুবদল নেতা সোহেল রানা, স্বেচ্ছাসেবক দল নেতা ইব্রাহিম হোসেন সবুজ, ইনজামুল হক হিমেল, ছাত্রদল নেতা আলহাম আলী, মাহমুদুল হাসান মাফি ও বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল আহমেদ।