হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বগুড়ার ধুনটে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় ধুনট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন—

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, বিএনপির নেতা কবির হোসেন, সোলাইমান আলী, জহুরুল ইসলাম, আইয়ুব আলী, জিএম সম্রাট, রেজাউল করিম দুলাল, সিদ্দিক হোসেন, শফিকুল ইসলাম, মোশারফ হোসেন, জুড়ানা আলী, রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, আব্দুল হামিদ মিঠু, রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা দলের সভাপতি শারমিন সুলতানা দিপ্তী, পৌর মহিলা দলের সভাপতি রেনুকা পারভীন, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, ইয়াকুব আলী, সাইদুজ্জামান নোমান, বিপুল হাসান, রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সভাপতি বনি আমিন, পৌর শ্রমিকদলের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সবুর রনজু, সাধারণ সম্পাদক নূর আলম, ধুনট উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আশিকুল কবির স্বরণ, জিয়া, শাহাদত, জুয়েল এবং ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক শাকিল হোসেন।