বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি মনোয়ারা নিজামিয়া দাখিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী মালতী খাতুন ২০২৫ সালের দাখিল পরীক্ষায় ১২১৮ নম্বর পেয়ে রাজশাহী বিভাগীয় পর্যায়ে ৮ম স্থান অর্জন করেছেন। এ উপলক্ষে অত্র মাদ্রাসার পক্ষ থেকে তাকে সংবর্ধনা ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মাহমুদুল হাসান। সহ-সুপার আল আমিনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সুপার ইসমাইল হোসেন, প্রতিষ্ঠাতা দাতা সদস্য মইনুল হাসান মুকুল, মাহবুবুল হাসান বুলবুল, সাবেক সভাপতি জহুরুল ইসলাম এবং কৃতি শিক্ষার্থী মালতী খাতুন।
বক্তাগণ বলেন, “আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামোগত উন্নয়ন হয়, তবে পড়ালেখার গুণগত মান আরও বৃদ্ধি পাবে।”