বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় গোসাইবাড়ী ঈদগাহ মাঠসংলগ্ন বিজ শাখা অফিসে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন অনুষ্ঠিত হয়।
ধুনট শাখা ব্যবস্থাপক সোহেল রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ প্রধান কার্যালয়, ঢাকার সিনিয়র সহকারী পরিচালক ও টিম লিডার–১ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জোনাল ম্যানেজার সাইদুল ইসলাম, সিনিয়র কমপ্লায়েন্স অফিসার মাসুদ রানা, রূপালী ব্যাংক গোসাইবাড়ী শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম, জাহিদ হাসান ও ব্যবসায়ী মামুনুর রশিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোসাইবাড়ী শাখা ব্যবস্থাপক লিটন কুমার, আনজুমান আরা, বেল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, নরেশ চন্দ্র বর্মনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।