১২:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

দেশে আর কখনও স্বৈরাচারীদের হাতে যেতে দেয়া হবে না -জিএম সিরাজ

  • বাবুল ইসলাম
  • ০৭:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • 167

বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন,
জাতীয়তাবাদী শক্তি দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ। দেশে আর কখনও স্বৈরাচারীদের হাতে যেতে দেয়া হবে না। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির হাত ধরেই স্বাধীনতার সুফল ভোগ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির হাত ধরে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, স্বাধীনতার সংগ্রামে জিয়াউর রহমানের ভূমিকা নতুন করে বলা কিছু নেই। বিএনপি গণ মানুষের দল। আওয়ামী লীগ দেশকে দুশাসনের মাধ্যমে ধংশ করেছে। বিএনপি সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গেছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবে। এখন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, মানুষের অধিকার নিশ্চিত হবে এটাই প্রত্যাশা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর দহপাড়া এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে এবং পরে এলাঙ্গী ইউনিয়ন ও কালেরপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও পথ সভা করেন এবং বিএনপির প্রায়ত নেতা আনিছুর রহমান বাদশাহ ও হাফিজার রহমানের কবর জিয়ারত করেন। পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী।

কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে পথ উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সহসভাপতি ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মাহবুবর রহমান ফিরোজ, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, রাশেদুজ্জামান উজ্জল, জাকির হোসেন জুয়েল, কামরুজ্জামান কাজল, আতাউর রহমান পলাশ, নাজমুল হোসেন, আব্দুল কাইয়ুম টগর, সাদ্দাস হোসেন বাবু, আলেক উদ্দিন, শফিকুল ইসলাম সহ উপজেলা, পৌর এবং ১০টি ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয়

দেশে আর কখনও স্বৈরাচারীদের হাতে যেতে দেয়া হবে না -জিএম সিরাজ

০৭:০৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

বগুড়া জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন,
জাতীয়তাবাদী শক্তি দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ। দেশে আর কখনও স্বৈরাচারীদের হাতে যেতে দেয়া হবে না। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী শক্তির হাত ধরেই স্বাধীনতার সুফল ভোগ করবে। বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির হাত ধরে এগিয়ে যাবে। তিনি আরো বলেন, স্বাধীনতার সংগ্রামে জিয়াউর রহমানের ভূমিকা নতুন করে বলা কিছু নেই। বিএনপি গণ মানুষের দল। আওয়ামী লীগ দেশকে দুশাসনের মাধ্যমে ধংশ করেছে। বিএনপি সব সময় স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে গেছে। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে যাবে। এখন দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, মানুষের অধিকার নিশ্চিত হবে এটাই প্রত্যাশা।

বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর দহপাড়া এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে এবং পরে এলাঙ্গী ইউনিয়ন ও কালেরপাড়া ইউনিয়নের বিভিন্ন বাজারে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় ও পথ সভা করেন এবং বিএনপির প্রায়ত নেতা আনিছুর রহমান বাদশাহ ও হাফিজার রহমানের কবর জিয়ারত করেন। পথ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী।

কালেরপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাজাহান আলীর সভাপতিত্বে পথ উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সহসভাপতি ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহীন, মাহবুবর রহমান ফিরোজ, আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, এনামুল হক শাহীন, রাশেদুজ্জামান উজ্জল, জাকির হোসেন জুয়েল, কামরুজ্জামান কাজল, আতাউর রহমান পলাশ, নাজমুল হোসেন, আব্দুল কাইয়ুম টগর, সাদ্দাস হোসেন বাবু, আলেক উদ্দিন, শফিকুল ইসলাম সহ উপজেলা, পৌর এবং ১০টি ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।