বগুড়ার ধুনটে পূবালী ব্যাংক পিএলসির শেরপুর শাখার আওতাধীন ২৪৯তম শাখা হিসাবে পূবালী ব্যাংক পিএলসির ধুনট উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ধুনট বাজারের বীরমুক্তিযোদ্ধ মমতাজুর রহমান মার্কেটের দ্বিতীয় তলায় পূবালী ব্যাংক পিএলসির ধুনট উপশাখা কার্যালয় হিসাবে শুভ উদ্বোধন করা হয়।
পূবালী ব্যাংক পিএলসির ধুনট শাখার আয়োজনে অত্র ব্যাংকের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির বগুড়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান এএসএম রায়হান শামীম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির বগুড়া আঞ্চলিক কার্যালয়ের সহকারি মহাব্যবস্থাপক আবু জাফর মোঃ রকিবুল্লাহ।
পূবালী ব্যাংক পিএলসির শেরপুর শাখার ব্যবস্থাপক আবু সাঈদের সভাপতিত্বে ও ইসলামী ব্যাংকিং বগুড়া উইন্ডো সিনিয়র কর্মকর্তা শামসুল আবেদীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির ধুনট উপশাখার ব্যবস্থাপক রুবেল মিয়া, মাহবুব এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী মাহবুব হোসেন চঞ্চল, ধুনট মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হায়দার আলী হিন্দোল, সম্রাট ও সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলহাজ্ব জিএম সম্রাট ও শতাব্দী ক্লথ স্টোরের স্বত্বাধিকারী শিবনাথ দাস শিবু।