বগুড়ার ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়ার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সমাজ ধুনট উপজেলা শাখার আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১১টায় ধুনট সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা রেজোয়ান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল কাইয়ুম।
ধুনট উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওবাইদুর রহমানের সভাপতিত্বে এবং বিশ্ব হরিগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল কায়েসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলার বিদায়ী শিক্ষা কর্মকর্তা সুলতানা রাজিয়া, কাহালু উপজেলা শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, ধুনট উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টারের ইন্সট্রাক্টর আতোয়ার হোসেন, ধুনট উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সবুর, আবু রুসত মতিন, আরিফুর রহমান, আকতারুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ধুনট উপজেলা শাখার সভাপতি জয়নুল আবেদীন।