বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের আয়োজনে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ শত পরিবারের মাঝে ৬ শত বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুর ১টায় ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা বিতরণ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সদস্য আলহাজ একেএম তৌহিদুল আলম মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের বর্তমান কার্যনির্বাহী সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ।

রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের লেভেল কর্মকর্তা শিকদার রাহাত ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সহসভাপতি জয়নাল আবেদীন চাঁন, সদস্য শহিদুন্নবী সালাম ও হাবিবুর রশিদ সন্ধ্যান।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, যুব রেড ক্রিসেন্ট বগুড়ার সিনিয়র যুব সদস্য মাহবুবুর রহমান ছোটন, ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুনজিল হোসেন, ভান্ডারবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহসভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী সিদ্দিকী।