বগুড়ার ধুনটে আল খিদমাহ কওমী ওয়েলফার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন আল-ইহসান ব্লাড নেটওয়ার্ক ধুনট এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫ ও ২০২৬ সালের জন্য এক বছর মেয়াদি ৩০ সদস্যের এই কমিটি অনুমোদন দিয়েছেন আল খিদমাহ কওমী ওয়েলফার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের প্রধান নির্বাহী আশেকে এলাহী শিবলী।
ঘোষিত কমিটিতে মুফতি এনামুল হক আরিফিকে প্রধান উপদেষ্টা, মুফতি কাউসার আহমেদকে সভাপতি, মাওলানা রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মাওলানা রবিউল ইসলাম রবিকে প্রচার, প্রকাশনা ও মিডিয়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে রক্তের প্রয়োজনে সর্বদা পাশে থাকার মহান অঙ্গীকার বাস্তবায়নে সংগঠনের মানবিক কর্মযজ্ঞ আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।