বগুড়ার ধুনট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদের নেতৃত্বে এবং উপজেলা রিকশা ও অটোভ্যান চালকদলের সহযোগিতায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১টায় হুকুম আলী বাসস্ট্যান্ডে উপজেলা রিকশা ও অটোভ্যান চালকদলের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে ধুনট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর হুকুম আলী বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা রিকশা ও অটোভ্যান চালকদলের আহ্বায়ক ফিরোজ খান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন জাসাস নেতা নুরুন্নবী তালুকদার, আলমগীর হোসেন তালুকদার, জাহাঙ্গীর আলম, ধুনট সদস্য সচিব জামাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য জাহাঙ্গীর আলম আজাদ এবং সদর ইউনিয়ন রিকশা ও অটোভ্যান চালকদলের আহ্বায়ক সামছুল হক বাদশাহ।