বগুড়ার ধুনটে পৌর বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা বিএনপির কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় বিএনপির দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির নেতা মোশারফ হোসেন, আব্দুস সাত্তার, ওসমান গনি, আব্দুর রাজ্জাক, রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আবু তালহা শামীম খান, যুবদল নেতা আশিক খান, টিএম নুর আলম লিখন, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রানা, পৌর শ্রমিকদলের সভাপতি দুলাল শেখ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, ছাত্রদল নেতা শাহাদত হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুস সবুর রনজু, ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব, আশিকুল কবির স্বরণ, আব্দুল্লাহ আল মামুন, এসএম জাকারিয়াসহ পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।