বগুড়ার ধুনটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে সদর ইউনিয়ন ছাত্রদল।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে ধুনট উপজেলার হুকুমআলী চৌরাস্তাসহ আশপাশের মার্কেট ও বাজার এলাকায় সাধারণ মানুষের মাঝে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে অংশ নিয়ে ধুনট উপজেলা ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার, জাতীয় সমন্বয় কমিশন গঠন, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনসহ ৩১ দফা দাবি উত্থাপন করেছেন। এই দাবিগুলো জনগণের মাঝে পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “স্বৈরাচারী শাসনব্যবস্থার মাধ্যমে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে। সেই অবস্থা থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।”

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—সদর ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ, ধুনট সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা নাজমুস সাকিব প্রকাশ, ফেরদৌস হাসান, আকাশ তালুকদার, রিয়াদ হোসেন, লিমন, আতিকুল, মামুন, আকাশ, সাকিব, মোনায়েম, প্রান্ত, লিখন, রায়হান, অমর, নিশাদ, বাইজিদ, রাহাদ, বাবু, হাবিব, হোসেন প্রমুখ।
কর্মসূচি শেষে সদর ইউনিয়ন ছাত্রদল নেতা আরিফুল ইসলাম আরিফ-এর নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে সদর ইউনিয়ন ছাত্রদল।